Social Media Marketing2021-04-14T09:34:54+00:00

সোশ্যাল মিডিয়া মার্কেটিং কোর্স

সোশ্যাল মিডিয়া মার্কেটিং এমন একটি পদ্ধতি যেখানে বিভিন্ন সামাজিক মাধ্যম যেমন ফেসবুক ,ইউটিউব, ইনস্টাগ্রাম, লিঙ্কডিন ইত্যাদি প্লাটফর্ম এর একটিভ মানুষকে টারগেট করে নিজের পন্যের বা ব্যাবসার প্রচার প্রচারনা চালানো যায় ।এই মার্কেটিং ব্যাবস্থা ইন্টারনেটভিত্তিক হওয়ার কারনে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর জনপ্রিয়তার কারনে সহজেই সকলের কাছে দ্রুততার সাথে প্রচার চালানো যায় । সোশ্যাল মিডিয়া ব্যাবহার করে যেকোনো ব্রান্ড ,জিনিস বা সার্ভিস বিশ্বের যেকোনো যায়গায় ইন্টারটের মাধ্যমে প্রচার করা যায় বলে মার্কেটিং এর জন্য এই প্রক্রিয়া সেরা ।

আপনার জন্য কোর্সটি কেন গুরুত্বপূর্ণ ?

আমাদের এই কোর্সটি করলে আপনি পাবেন সারাজীবন এর জন্য সাপোর্ট যেকোনো সময় যেকোনো প্রশ্ন করলে রেসপোন্স পাবেন এই কোর্স এর মাধ্যমে আপনি বড় বড় সামাজিক মাধ্যমগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন কোর্স শেষ করে মার্কেটপ্লেসে কাজ পাওয়ার নিশ্চিত সুবিধা ।

কোর্সের বিষয়বস্তু:

ইনস্টাগ্রাম মার্কেটিং2021-03-13T08:59:15+00:00

ইনস্টাগ্রাম এ আপনার ব্যাবসা ,পন্য কিংবা সার্ভিস এর বিজ্ঞাপন দেয়ার বিস্তারিত প্রক্রিয়া ।

ফেসবুক মার্কেটিং2021-03-13T08:59:54+00:00

সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যেম বিজ্ঞাপন দেয়ার পদ্ধতি ।

টুইটার মার্কেটিং2021-03-13T09:00:44+00:00

টুইটারে বিজ্ঞাপন ক্রিয়েট এবং প্রচার ।

পিন্টারেস্ট মার্কেটিং2021-03-13T09:01:34+00:00

পিন্টারেস্ট এ মাধ্যমে প্রচার এবং প্রমোশন ।

ইউটিইউব মার্কেটিং2021-03-13T09:02:25+00:00

ইউটিউব এর মাধ্যমে ভিডিও বিজ্ঞাপন প্রচার ও প্রমোশন ।

লিংঙ্কডিন মার্কেটিং2021-03-13T09:03:43+00:00

লিংকডিন এর মাধ্যমে প্রচারনা

এপ মার্কেটিং2021-03-13T09:04:37+00:00

এপ এর মাধ্যমে বিজ্ঞাপন এর প্রচারনা ।

পিউর কন্টেন্ট মার্কেটিং2021-03-13T09:05:51+00:00

কন্টেন্ট এর বিজ্ঞাপন এবং কন্টেন্ট আইডিয়া সম্পর্কে বিস্তারিত ।

Wake Up ICT

কোর্স এর মূল্য: ৳ ৬,০০০/-

কোর্স এর সময়কাল: ২ মাস

কোর্সের প্রশিক্ষক: Shuvro Hosain

প্রতি ব্যাচে শিক্ষার্থী সংখ্যা: 20 জন

কোর্স শেষে সার্টিফিকেট

কোর্স চলাকালীন সময়ে এবং পরবর্তী যে কোনো সময় যে কোনো সহযোগিতা

আমাদের সাথে সরাসরি কাজ করার সুযোগ (শর্তাবলী প্রযোজ্য)

কোর্স শেষ করার পর আমি কি করতে পারব?

এই কোর্সটি সম্পন্ন্য করার পড় আপনি সহজেই যেকোনো ব্যবসা বা পন্যের প্রমোশন করতে পারবেন বিনা খরচেই বা অনেক কম খরচেই অধিক পরিমান বিজ্ঞাপন প্রচার করতে পারবেন নির্দিষ্ট টার্গেট অনুযায়ী সহজেই প্রচার প্রচারনা করতে পারবেন যা যথেষ্ট সুবিধাজনক সহজেই আপনার প্রমোশন গ্রো আপ করবে এবং অধিক ট্রাফিক পাবেন আপনি চাইলে মার্কেটপ্লেসে যেমন আপওয়ার্ক,ফ্রিল্যান্সার,ফাইভার এ অন্যের প্রডাক্ট প্রচার করে অধিক উপার্জন করতে পারবেন আর এই সব কাজগুলো আপনি সহজেই ঘরে বসেই করতে পারবেন ।

সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ভবিষ্যৎ সম্ভাবনা

মানুষ বৃদ্ধির সাথে সাথে দিনে দিনে মানুষের প্রয়োজন ও বৃদ্ধি পাচ্ছে । সেই সাথে বৃদ্ধি পাচ্চে সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোর জনপ্রিয়তা এবং ব্যাবহার । এত অধিক মানুষের কাছে সহজেই নিজের ব্যাবসা ,পন্য কিংবা সার্ভিস পৌছানোর জন্য সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর বিকল্প নেই ।সহজেই কম সময়ে কম খরচে ঘরে বসেই বেশি ট্রাফিক পাওয়ার কারনে দিনে দিনে এর চাহিদা এবং জনপ্রিয়তা বেড়েই চলছে ।ভবিষ্যৎ এও সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর চাহিদা অধিক হারে বৃদ্ধি পাবে এ ব্যাপারে সন্দেহ নেই ।

Go to Top