Microsoft Office Course

Microsoft Office হলো একটি কমপ্লিট প্যাকেজ প্রোগ্রাম যার মাধ্যমে প্রায় সব ধরনের অফিসিয়াল বা দৈনন্দিন কাজ করা যায়। প্রয়োজনীয় সব ধরনের ফর্ম তৈরি করা যায়, যে কোনো ধরনের Report তৈরি করা যায় যেখানে ইচ্ছামতো Chart, Graphics ইত্যাদি সংযোজন ছাড়াও Logo, Poster, Banner, Visiting Card design করা যায়।

এছাড়া অফিস, ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক-বীমা, স্কুল-কলেজের বিভিন্ন গাণিতিক হিসাব, স্যালারি শিট, রেজাল্ট শিট তৈরি করা সহ বিভিন্ন প্রেজেন্টেশন তৈরি করা যায়।

মাইক্রোসফট অফিস প্রোগ্রামে প্রধান ৩টি প্রোগ্রাম রয়েছে। 

1. Microsoft Office Word

2. Microsoft Office Excel

3. Microsoft Office PowerPoint


আপনার জন্য কোর্সটি কেন গুরুত্বপূর্ণ ?

এই কোর্সে কম্পিউটার বেসিক, মাইক্রসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপইন্ট সহ ইংরেজি, বাংলা টাইপিং সেখানো হবে। তাই আপনি যদি স্টুডেন্ট বা চাকরি প্রার্থী হয়ে থাকেন এবং আপনার যদি মাইক্রসফট অফিস কোর্সটি শেখা না থাকে তাহলে এই কোর্সটি আপনার জন্যই। 

কোর্সের বিষয়বস্তু:

Microsoft Word হলো Microsoft Office এর একটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়ার। যার সাহায্যে রিপোর্ট, দলিল, প্রশ্ন, চিঠিপত্র, টেবিল ও ডায়াগ্রাম, ব্যক্তিগত নোট তৈরি করা ও টাইপ করা এবং প্রিন্ট করা যায়। 

Microsoft Excel হলো হিসাব বা গাণিতিক কাজ খুব সহজে সমাধান করে সংরক্ষণ করার একটি সফটওয়ার। এর মাধ্যমে রেজাল্ট, স্যালারি ও অন্যান্য শিট, বিভিন্ন সরল ও জটিল গাণিতিক হিসাব, বেতনবিল ও অন্যান্য হিসাব, চার্ট ও গ্রাফ, ডাটা সংরক্ষন ও ব্যবস্থাপনার যাবতীয় কাজ ইত্যাদি করা যায়।

মাইক্রসফট পাওয়ারপইন্ট হলো একটি প্রেজেন্টেশন বা প্রদর্শনী সফটওয়ার। যার মাধ্যমে Projector এর সাহায্যে Slide Show বানিয়ে উপস্থাপন করা যায়, স্লাইডে চ্যাট, গ্রাফ, ছবি, সাউন্ড ব্যবহার করা যায়, স্লাইড গুলো একত্রে একটি ফাইলে (File) এ Store করা যায়, স্লাইড গুলো প্রয়োজনে প্রিন্ট দেওয়া যায়। স্লাইড থেকে ফোটো তৈরি করা যায়, এনিমেশন দিয়ে ভিডিও তৈরি করা যায়।

  •    কোর্স এর মূল্য: ৳ 2500/-
  •    কোর্স এর সময়কাল: ২ মাস
  •      প্রতি ব্যাচে শিক্ষার্থী সংখ্যা: ২০ জন

কোর্স শেষ করার পর আমি কী করতে পারব?

অফিস, ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক-বীমা, স্কুল-কলেজের বিভিন্ন গাণিতিক হিসাব, স্যালারি শিট, রেজাল্ট শিট তৈরি করা সহ বিভিন্ন প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন।

Microsoft Office Course এর ভবিষ্যৎ সম্ভাবনা

প্রয়োজনীয় সব ধরনের ফর্ম তৈরি করা যায়, যে কোনো ধরনের Report তৈরি করা যায় যেখানে ইচ্ছামতো Chart, Graphics ইত্যাদি সংযোজন ছাড়াও Logo, Poster, Banner, Visiting Card design করতে পারব।

Other courses available on Wake Up ICT:

Get In Touch

To get a free quote, Contact us anytime

Contact Us Now