ওয়েব ডিজাইন হল একটি ওয়েবসাইটের ব্যাহিক রুপ যা আমরা দেখতে পাই বা দৃশ্য মান হয় । আর ওয়েব ডেভেলপমেন্ট হল ভেতরের সাইট যা আমরা দেখতে পাইনা । যেমন উদাহরণ সরুপ একটি গাড়ীর কথা চিন্তা করি । গাড়ির দরজা, জানালা, সিট ব্যাহিক সবকিছুই ওয়েব ডিজাইন এর মধ্যে পরে । আর গাড়ীর ভেতরের যেই মেকানিজম কাজ করে অর্থাৎ গাড়ীর ইঞ্জিন যে ভবে কাজ করে সেটা ওয়েব ডেভেলপমেন্টের মধ্যে পরে । মূল কথা এই যে, ওয়েব ডেভে লপমেন্ট একটি ওয়েবসাইটের প্রান সঞ্চারন করে। অনেকে মনে করে ওয়েব ডিজাইনে HTML, CSS নিয়ে কাজ করতে হয়, ধারনাটি ভুল। ওয়েব ডিজাই রা মূলত ফটোশপ, ইলাস্টেটর বিভিন্ন ওয়েব ফ্রেম দিয়ে ইউজার ইন্টারফেস একটি স্কেচ তৈরি করেন। একজন ওয়েব ডেভেলপার তিন ধরনের হতে পারে ফন্টইন্ড ওয়েব ডেভেলপার, ব্যকইন্ড ওয়েব ডেভেলপার এবং ফুলস্টাক ওয়েব ডেভেলপার। ফন্টইন্ড ডেভেলপার ওয়েবসাইটের ব্যহিক অংশ তৌরি করেন। ব্যকইন্ড ডেভেলপার ওয়েবসাইটের ভেতরের সারভার সাইটে কাজ করেন আর ফুলস্টাক ডেভেলপার ওয়েবসাইটের ফন্টইন্ড এবং ব্যকইন্ড দুই অংশেই কাজ করেন। এই সকল কাজই ডেভেলপমেন্টের পরিচিতি। ওয়েব ডেভেলপার যখন ওয়েব ডিজাইনার থেকে ইউজার ইন্টারফেস এর স্কেচ পাবে তখন ডেভেলপার কোড ইডিটর যেমন-নোটপ্যাড, সাবলাইম, ভিজুয়্যাল স্টডিও কোড এর মাধ্যমে কোডিং করে সেই ওয়েবসাইটের রুপ, প্রান প্রদান করবে। এইভাবেই একটি ওয়েব সাইট তার পূরনতা পাবে।
যদি আমার চিন্তা এমন থাকে যে আমি ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট শিখে কিভাবে সহজে আয় করবো’ বা ‘এটা শিখে কত টাকা আয় করবো ’ বা কীভাবে রাতা রাত্রি টাকা আয় করবো এই সকল চিন্তা যদি আমার থাকে তাহলে আমার জন্য় ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট নয় । আমার চিন্তা এমন থাকতে হবে যে, কোন কাজটা আমি শিখবো, ‘আমি কোন কাজটা পারবো’। ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট সাধারনত শেখার জন্য়ে দরকার প্রচুর ধর্য এবং ডেডিকেশন । ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর কাজ করে টাকা ইনকাম করার কোন লিমিট নেই আপনি যত বেশি কাজ করবেন যত বেশি দক্ষ্য হবেন আপনার ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট মাধমে টাকা ইনকা্মের পরিমান ততো বেশি বারবে । ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর কাজ আপনার জানা থাকলে আপনি যেকোন যায়গায় বসে আপনি ক্লায়েন্ট এর কাজ করে দিতে পারবেন এর জন্য আপনার শুধু দরকার একটি লেপটপ আর নেট কানেকশন তাহলে আপনি খুব সহজেই কাজ সম্পাদন করতে পারবেন। ওয়েব ডেভেলপমেন্ট শিখে আপনি যদি HTML, CSS, PHP এর মধেই সিমাবদ্ধ থেকেন তাহলে আপনার কাজ করতে অসুবিধা হবে । আসলে প্রগ্রামিং এর কাজ এমন যে প্রতিনিয়ত আপডেট হতে থাকে তাই আপনাকে নতুনত্ব শিখতে হবে । সর্বশেষ বলতে চাই যে আপনি কাজ শিখে যাওয়ার পর আপনি অন্য যেকোনো পেশা থেকে এখানেই ভালো আয় করতে পারবেন আপনার কাজের অভাব হবে না।
আজকাল বিভিন্ন ধরনের কাজ অনলাইন নির্ভর হয়ে পরেছে, যেই কারনে সারা বিশে প্রতিনিয়ত তৈরি হচ্ছে লক্ষ্য লক্ষ্য ওয়েবসাইট। কিন্তু সেই ওয়েবসাইট বানানোর জন্য তেমন দক্ষ্য ওয়েব ডেভেলপার নেই। এই জন্যে একজন দক্ষ্য ওয়েব ডেভেলপারে চাহিদা বাপ্যক। যার কারনে একজন দক্ষ্য ওয়েব ডেভেলপার এর ভবিষ্যৎ উজ্জ্বল । এই কাজ শিখা থাকলে ঘরে বসেই বিভিন্ন ওয়েবসাইট কাজ করতে পারবে যেমন- Upwork, Fiver, Freelancer, Theme-forest এ কাজ করে অনেক টাকাইন কাম করতে পারবে।
বর্তমান সময়ে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট এর ব্যাপক চাহিদা রয়েছে। বাংলাদেশের অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা দক্ষতার ওপর ভিত্তি করে ওয়েব ডিজাইনার অথবা ডেভেলপার নিয়োগ দিয়ে থাকে। ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট কোর্স শেষ করার পর বিভিন্ন মার্কেটপ্লেসে কাজ করা সহ বিভিন্ন প্রতিষ্ঠান ডিজাইনার অথবা অথবা ডেভেলপার হিসেবে চাকরি করার সুযোগ রয়েছে।
এই কোর্সে আমরা গ্রাফিক ডিজাইন কি শিখবো এবং গ্রাফিক ডিজাইন এর বেসিক টুলস সম্পর্কে আলোচনা করব। এই টুলস গুলো কিভাবে বাস্তব জীবনে ব্যবহৃত হয় সেই বিষয়ে জানব। এই কোর্স করার জন্য কোন পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই।
মার্কেটিং এর কনসেপ্টগুলো ডিজিটাল প্ল্যাটফর্মে এক্সিকিউট করাই ডিজিটাল মার্কেটিং। আমাদের এই কোর্সের ডিজিটাল মার্কেটিং এর বিস্তারিত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে।
আমাদের এই কোর্সে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা করা হবে এবং কোর্স শেষে দুইটি ওয়েবসাইট তৈরি করে দেখানো হবে। এই কোর্স করার জন্য কোন পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই।
এই কোর্সে আমরা গ্রাফিক ডিজাইনের অ্যাডভান্স ফিচার এবং কাজ সম্পর্কে জানব। এই টুলস গুলো কিভাবে বাস্তব জীবনে ব্যবহৃত হয় সেই বিষয়ে জানব। এই কোর্স করার জন্য অবশ্যই বেসিক গ্রাফিক ডিজাইন সম্পর্কে ধারণা থাকতে হবে।
আমাদের এই কোর্সে অ্যাডভান্স ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা করা হবে এবং কোর্স শেষে তিনটি ওয়েবসাইট তৈরি করে দেখানো হবে। এই কোর্স করার জন্য ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট এর প্রাথমিক ধারণা থাকতে হবে।
Microsoft Office হলো একটি কমপ্লিট প্যাকেজ প্রোগ্রাম যার মাধ্যমে প্রায় সব ধরনের অফিসিয়াল বা দৈনন্দিন কাজ করা যায়। প্রয়োজনীয় সব ধরনের ফর্ম তৈরি করা যায়, যে কোনো ধরনের Report তৈরি করা যায় যেখানে ইচ্ছামতো Chart, Graphics ইত্যাদি সংযোজন ছাড়াও Logo, Poster, Banner, Visiting Card design করা যায়।মাইক্রোসফট অফিস প্রোগ্রামে প্রধান ৩টি প্রোগ্রাম রয়েছে।